DA-র দাবিতে বিধানসভা অভিযানে সরকারি কর্মীদের জনজোয়ার, তিন জায়গায় ব্যারিকেড পুলিশের



ডিএ-র দাবিতে আন্দোলনের পথে অনঢ় রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। রাজ্য বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘভাতা তিন শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে বটে, কিন্তু তাতে চিড়ে ভিজছে না। আজ বকেয়া ডিএ-র দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। বিধানসভা অভিযান ঘিরে সতর্ক পুলিশও।

 তিন জায়গায় ব্যারিকেড করে মিছিল আটকানোর পরিকল্পনা রয়েছে পুলিশের।ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের মিছিল ইতিমধ্যেই সুবোধ মল্লিক স্ক্যোয়ার থেকে শুরু হয়ে নিউমার্কেট থানা চত্বর পেরিয়ে গিয়েছে। একাধিক সংগঠন ডিএ সহ ২৭ দফা দাবিতে সামিল হয়েছে মিছিলে।পুলিশি ব্যারিকেডের বিষয়ে মিছিলে অংশগ্রহণকারীরা তাঁরা বলছেন, যদি ব্যারিকেড দেওয়া হয়… আমরা শান্তিপূর্ণ আন্দোলনে এসেছি। পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।

 ব্যারিকেড ভাঙা কোনও সমাধান নয়। আমরা সরকারকে বার্তা দিতে চাই, সরকারি কর্মীরা রাস্তায় আছে।ধর্মতলা চত্বরে কলকাতা পুরনিগমের সামনে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দিয়েছে। আপাতত সেখানেই অবস্থান করছেন সরকারি কর্মচারীরা।

 সংগঠনগুলির নেতৃত্বরা পুলিশের সঙ্গে কথা বলছেন। শোনা যাচ্ছে, সেখানে বসেই প্রতিবাদ জানানোর পরিকল্পনা রয়েছে আন্দোলনকারীদের।

ব্যারিকেডের অপর প্রান্তে পুলিশের বিশাল বাহিনী প্রস্তুত রয়েছে। প্রচুর পুলিশকর্মী মোতায়েন রয়েছে। জলকামান প্রস্তুত রাখা হয়েছে। কাঁদানে গ্যাসের শেলও প্রস্তুত রেখেছেন পুলিশকর্মীরা। বোঝাই যাচ্ছে, মিছিল যদি জোর করে এগোনোর চেষ্টা করে, তাদের আটকানোর জন্য প্রস্তুত পুলিশ।

মন্তব্যসমূহ