ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মিভূত হয়ে গেল একটি পোল্ট্রি ফার্ম


নবগ্রামে  ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মিভূত হয়ে গেল একটি পোল্ট্রি ফার্ম

মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের কনক পাড়া এলাকায় সোমবার গভীর রাত্রে কে বা কারা   একটি পোল্টির ফার্মে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনাতে প্রায় কয়েক হাজার পোল্ট্রি মুরগি আগুনে পুড়ে মারাযায়। এই ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ