আপনি কি জানেন আপনাকে মুরগি বানিয়ে ফাইন নেওয়া হয়!!??
পুরো লেখাটি পড়ুন।অযথা হ্যারাসমেন্ট থেকে নিজেকে এড়িয়ে চলুন।
সকাল থেকে বেশ খানিকটা সময় নিয়ে লিখলাম। কারণ এই সমস্যার সম্মুখীন হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষ হন।তাদের সচেতনতার অভাবের সুযোগ নিয়ে একটি শ্রেণীর অসদ কর্মীরা রীতিমতো Unethical ভাবে এককথায় অসভ্যতামো করেন।
★সমস্যা-১:
আপনি শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসে দেখলেন সরাসরি শিয়ালদহ রেলওয়ে স্টেশনে এসে গেছেন।আপনার কাছে হয়তো বঁনগা,হাসনাবাদ,গেদে,লালগোলা,ডানকুনি,শান্তিনিকেতন,পুরী,দিল্লী ইত্যাদি কোনোও যায়গায় যাওয়ার শিয়ালদহ থেকে বা ভায়া শিয়ালদহ হয়ে Ordinary(লোকাল),Express,Superfast যে কোনোও প্রকার বৈধ টিকিট রয়েছে বা উল্টোটা।অর্থাৎ আপনি এই রুটগুলোতে এসে মেট্রো ধরতে গেলেন।
এমন সময় কোনো টিকিট চেকার আপনাকে ধরলেন এবং Sealdah South এর গল্প শোনালেন,প্ল্যাটফর্মের গল্প শোনালেন এবং ফাইন চাইলেন।তখন আপনি ম্লান বদনে হাঁ হয়ে গেলেন।কথা বললে RPF,GRP,Jail এ চালান করার ভয় দেখানো হলো।
আপনি কী করবেন?বা আপনার কী করা উচিৎ?
★★সমাধান-১:
শিয়ালদহে আপনাকে ফাইন চাওয়া হলে ফাইন দেবেন না।স্পষ্টভাবে জানিয়ে দেবেন ভারতীয় রেলওয়ে বোর্ড এবং রেলমন্ত্রকের অধীনে পূর্ব রেলের তরফে শিয়ালদহতে একটিই রেলওয়ে স্টেশন আছে। সেটি শিয়ালদহ(SDAH) রেলওয়ে স্টেশন।শিয়ালদহতে SEALDAH MAIN,SEALDAH NORTH বা SEALDAH SOUTH বলে আলাদা করে তিনটি স্টেশন নেই।এবং সাথে জানিয়ে দেবেন শিয়ালদহতে লোকাল এবং এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনের জন্য আলাদা করে কোনোও রেলওয়ে স্টেশন নেই।সমগ্র স্টেশনটিই হচ্ছে SDAH কোডের অংশ।তাই এখানে প্ল্যাটফর্ম টিকিট কাটার কোনোও প্রশ্নই ওঠে না।রেলওয়ের সকল টিকিটে শিয়ালদহ(SEALDAH) এটাই লেখা হয়।অতীতে শিয়ালদহ উত্তর, দক্ষিণ,মেইন ইত্যাদি আলাদা করে বাইরে লেখা থাকতো।এখন থাকে না।তাই ফাইন দেবেন না।
আপনি এই যুক্তিতে অনড় থাকবেন।কোনোওভাবে ফাইন দেবেন না।কারণ এই যুক্তি নৈতিক যুক্তি এবং বৈধ যুক্তি।যতদিন না রেলওয়ে স্টেশনের বাইরে আলাদা করে মার্ক করবে,স্টেশনের ভেতর বড়ো বড়ো করে নির্দেশিকা দিয়ে দিকনির্দেশ করে দেবে ততদিন ফাইন দেওয়ার কোনোও প্রশ্নই নেই।
**********
★সমস্যা-২:
আপনি বর্ধমান বা ব্যান্ডেল বা রামপুরহাট বা গোঘাট বা আসানসোল থেকে হাওড়া পর্যন্ত বা ভায়া হাওড়া হয়ে Ordinary(লোকাল),Express,Superfast যে কোনোও প্রকার বৈধ টিকিট নিয়ে এসেছেন।এসে ১৭,১৮,১৯,২০,২১,২২ ইত্যাদির সামনের অর্থাৎ নতুন টার্মিনাল দিয়ে বাইরে বের হলেন।বা উল্টোটা।আপনি বাইরে থেকে এসে এইদিক দিয়ে ঢুকলেন।
এমন সময় টিকিট চেকার ঘপাৎ করে আপনাকে ধরে বললেন টিকিট দেখাতে।তারপর আপনাকে Eastern Railway এবং South Eastern Railway র গল্প শুনিয়ে ফাইন চাওয়া হলো এবং আপনার বদন স্বাভাবিকভাবে ম্লান হয়ে গেল।কথা বললে GRP,RPF,Jail এ চালান করার ভয় দেখানো হলো।
আপনি কী করবেন?বা আপনার কী করা উচিৎ?
★★সমাধান-২:
হাওড়াতে আপনাকে ফাইন চাওয়া হলে বা প্ল্যাটফর্ম টিকিট নেই তাই ফাইন চাওয়া হলে সেক্ষেত্রেও আপনি ফাইন দেবেন না।কারণ মনে রাখবেন ভারতীয় রেলবোর্ডের অনুমোদনক্রমে এবং রেলমন্ত্রকের অধীনে পূর্ব রেলের তরফে সমগ্র HOWRAH JN রেলওয়ে স্টেশন একটিই রেলওয়ে স্টেশন যার স্টেশন কোড HWH.
এখানে নতুন কমপ্লেক্সের আলাদা কোনোও স্টেশন কোড নেই এবং আলাদা কোনোও রেলওয়ে স্টেশন নয়।
হাওড়া রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ অংশ পূর্ব রেলওয়েই নিয়ন্ত্রণ করে।দক্ষিণ পূর্ব রেলওয়ে নিয়ন্ত্রণ করে না।যেমন East Coast Railway বা Southern Railway বা South Central Railway এই স্টেশনটিকে তাদের নিয়ন্ত্রিত ট্রেন চালাতে ব্যবহার করে তেমনি South Eastern Railway ও তাদের নিয়ন্ত্রিত ট্রেন চালাতে স্টেশনটিকে ব্যবহার করে।তাই সাধারণ যাত্রী হিসাবে আলাদা করে বিষয়টি নিয়ে চাপ নেওয়ার দরকার নেই।সেটা রেলওয়ের Infernal Issue যা কোনোওমতেই Public Interest নয়।তাই হাওড়া রেলওয়ে স্টেশনেও উক্ত কারণে ফাইন দেবেন না।আপনি আপনার নৈতিক যুক্তি থেকে একচুলও নড়বেন না।জানিয়ে দেবেন যেদিন হাওড়া স্টেশনের নতুন টার্মিনালকে আলাদা স্টেশন কোড দিয়ে আলাদা স্টেশন বানানো হবে বা যেদিন লোকাল এবং এক্সপ্রেসের জন্য আলাদা করে স্টেশনকে চিহ্নিত করা হবে এবং তা বড়ো বড়ো করে স্টেশনের বাইরে এবং ভেতরে নির্দেশকরে দিক নির্দেশ করা হবে তখন ফাইনের বিষয়টি বিবেচনার মধ্যে আনবেন।
বি.দ্র:লকডাউনের সময় রেলওয়ে অনৈতিকভাবে কিছু আইনি সুযোগের অসদ্ব্যবহার করেছিল হাওড়া নতুন টার্মিনালে প্ল্যাটফর্ম টিকিটের দাম চোখধাঁধানোভাবে বাড়িয়ে দিয়ে।তখন মান্ধাতার আমলের British Period এর মহামারি মোকাবিলা আইনের misuse নানা জায়গায় হয়েছে,রেলওয়েও তা করেছিল।এখন সেই আইন বলবৎ নয়।
**********
★সমস্যা-৩:
আপনি রেলওয়ে স্টেশনে হয়তো কোনোও ট্রেন বা স্টেশনের ছবি তুলছেন।আপনি তা কোনোও বিজ্ঞাপন বা সিনেমা ইত্যাদি কমার্শিয়াল কাজে ব্যবহার করার জন্য নয়,ভালো লাগার জন্য ছবি তুলছেন বা ভিডিও করছেন।এমন সময় RPF এর আগমন। "কেয়া কর রাহা হ্যা,ফাইন দিজিয়ে,নেহি দেনেকে লিয়ে তো আপকো জেল মে ডালনা পড়েগা" এমন কিছু কথা শুনতে পেলেন।
আপনি কী করবেন?বা আপনার কী করা উচিৎ?
★★সমাধান-৩:
আপনি স্পষ্টভাবে ফাইন দেবেন না এবং জানিয়ে দেবেন যে আপনি কোনোও বিজ্ঞাপন বা সিনেমা ইত্যাদি কোনোও কমার্শিয়াল কাজের জন্য এই ছবি বা ভিডিও ব্যবহার করার উদ্দেশ্যে তা তুলছেন না।তাই ফাইন হওয়ার কোনোও প্রশ্নই নেই।যদি রেলওয়ে কখনো আপনার এই ছবি বা ভিডিওকে কোনোও বিজ্ঞাপন বা সিনেমা ইত্যাদিতে অনুমতি ছাড়া ব্যবহার করতে দেখে তখন তারা আইনি ব্যবস্থা নিতে পারে তার আগে নয়।রেলওয়ের এই বিষয়ে স্পষ্ট সার্কুলার আছে।সেখানে সাধারণ ছবি তোলা বা ভিডিওগ্রাফির জন্য কারুর কাছে থেকে ফাইন নেওয়া যায় না তা স্পষ্টভাবে উল্লেখ করা আছে।
20.11.2018 তারিখে রেলওয়ে মন্ত্রকের অধীন রেলওয়ে বোর্ড 2018/PR/10/24 এই মেমো নম্বরে স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছে।
এবং সর্বোপরি জানিয়ে রাখি RPF আপনার কাছ থেকে কোনোওপ্রকার ফাইন নিতে পারে না।তাই কখনো যদি কোনোওভাবে টাকা নেওয়ার চেষ্টা করে বা নিয়ে থাকে তা এককথায় চুরি করার চেষ্টা করেছে বা চুরি করেছে যাকে আমরা ঘুষ বলি এটাই সেই ঘুষ।
যদি কখনো কোনোও রেলওয়ে কর্মী বা কোনোও রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মী আপনার সাথে ডিউটিরত অবস্থায় অভব্য বা অনৈতিক aচরণ করেন তার Service Id টি দেখে সেই নাম্বার নোট করে রাখা বা ছবি তুলে রাখা,সাথে ব্যক্তির ছবি বা ভিডিও তুলে রাখা আপনার কর্তব্য ও দায়িত্বে পরিণত করুন।পরবর্তী পদক্ষেপটি খুবই সহজ ও সরল।নির্দিষ্ট জায়গায় মেইলের মাধ্যমে অভিযোগ জানানো যায়।তবে Service Id র প্রশ্ন এলেই সাধারণত অনৈতিক কর্মীরা আপনার থেকে দূরত্ব বজায় রাখতে সদা সচেষ্ট হন।
বৈধ যাত্রী হিসাবে কোনোও অবস্থাতেই ভেঙে পড়বেন না বা ঘাবড়ে যাবেন না।তাহলেই দেখবেন রেলওয়েসহ প্রতিটি সরকারী দপ্তর সুন্দর এবং সহজ হয়ে উঠবে আমাদের কাছে।
মাথায় রাখবেন কয়েকলক্ষ কর্মী নিয়ে ভারতীয় রেলওয়ে তার দৈনিক কার্যকলাপ চালায়।সেখানে কিছু অনৈতিক কর্মীর জন্য সমগ্র দপ্তরটিকে কালিমালিপ্ত হতে দেবেন না।ভারতীয় রেলওয়ে ভারতের মেরুদণ্ডের মতো।তাই ভারতীয় রেলওয়েকে ভালোবাসুন।ভারতীয় রেলওয়ের জন্য গর্ব করুন এবং অবশ্যই ক্ষুদ্র থেকে বৃহৎ সর্বক্ষেত্রেই ভারতীয় রেলওয়ের কোনোও প্রকারের অনৈতিকতা বা অসাংবিধানিক পদক্ষেপ দেখতে পেলে তা প্রকাশ্যে আনুন। জনসচেতনতা তৈরী হওয়ার এটাই সহজতম উপায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন