ভিখারি সেজে সোনার গয়না নিয়ে চম্পট,হাতেনাতে ধরা পড়ল শিশু-সহ মহিলা!
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার দোহালিয়া দাসপাড়া গ্রামে ভিখারি সেজে এক মহিলা গৃহস্থের বাড়ি থেকে সোনার গয়না চুরি করে পালানোর সময় গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পড়ল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।
শুক্রবার সকালে ওই মহিলা ভিখারী সেজে দেবাশীষ দাসের বাড়িতে এসেছিল এবং তার বাড়ির আলমারি থেকে বেশ কিছু সোনার গয়না চুরি করে নিয়ে যায় সে। বাড়ির আলমারি খোলা দেখে ওই ভিখারি রুপি মহিলার প্রতি সন্দেহ হয় দেবাশীষ বাবুর। পরিবারের সদস্যরা তখনই তাকে ধাওয়া করে। তার কাছ থেকে চুরি যাওয়া সোনার অলংকার ফিরিয়েও নেওয়া হয়।
পরে কান্দি থানার পুলিশকে খবর দেওয়া হলে ওই মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন