কানে রক্ত ঝরা বন্ধ করতে এমসিল আঠা লাগালো হাতুড়ে !!
কানে রক্ত ঝরা বন্ধ করতে এমসিল (Emcil) আঠা দিয়ে কান সিল করে দিল হাতুড়ে। আর এই এমসিল কাণ্ডে মহাসঙ্কটে পড়লেন শ্যামল প্রামাণিক (Syamal Pramanik) নামে এক যুবক। কাটোয়া থানার (Katwa Police Station) কোয়ারা গ্রামের বাড়ি যুবককে গভীর সঙ্কটজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেখেই অস্ত্রোপচার সিদ্ধান্ত নেয়। অস্ত্রোপচারের পরই যুবক বিপদমুক্ত হয়। প্রায় একঘণ্টার অস্ত্রোপচারের পর হাসপাতালের চিকিৎসকরা যুবকের কানের ছিদ্র থেকে এমসিল আঠা বের করলেও তার কানের পর্দা নষ্ট হয়ে গিয়েছে বলে জানান তাঁরা।
কানে রক্ত ঝরা বন্ধ করতে এমসিল আঠা
কাটোয়া মহকুমা হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক ভাস্করজ্যোতি বর্মন বলেন, এরকম রোগী কোনওদিন পাইনি। কানেও যে এমসিল ব্যবহার করা যায় সেটা প্রথম দেখলাম। যুবকের আত্মীয়রা অভিযুক্ত হাতুড়ের খোঁজ শুরু করেছে। পেশায় গাড়ি চালক শ্যামল প্রামাণিক বুধবার দুপুরে স্থানীয় সিঙ্গি মোড় বাসস্ট্যাণ্ডের এক হাতুড়ের কাছে কান পরিষ্কার করিয়েছিলেন। অত্যাধিক খোঁচাখুঁচি করায় শ্যামলের কান থেকে রক্ত বের হতে থাকে। হাতুড়ে শ্যামলের কানের রক্ত বন্ধ করতে 'এমসিল' আঠা কানের ছিদ্রে লাগিয়ে দিয়েছে বলে শ্যামল বাবুর স্ত্রী সঞ্চিতা প্রামাণিক দাবি করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন