"অপারেশন প্রয়াস" __হারানো মোবাইল প্রকৃত মালিকের হাতে পৌঁছে দিলো মুর্শিদাবাদ জেলা পুলিশ।

মুর্শিদাবাদ পুলিশের মাননীয় পুলিশ সুপার শ্রী সুরিন্দর সিং মহাশয়ের উদ্যোগে আজ ইং ২৬ শে ফেব্রুয়ারী, স্পেশাল অপরেশন স্কোয়াড ও জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকগণের ঐকান্তিক প্রচেষ্টায় মোট ৩৮৫ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে বিভিন্ন থানার পুলিশ আধিকারিকগণ সংশ্লিষ্ট থানা এলাকার প্রকৃত মালিকের হাতে তুলে দেন। হারানো মোবাইল পুনরায় ফিরে পেয়ে মোবাইল মালিকগণ ভীষণ খুশি হন এবং পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 
এই পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোট ১৩ দফায় ৩১৩৩ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

মন্তব্যসমূহ