তরুণীকে টুকরো টুকরো করে কেটে রাস্তায় ছড়িয়ে দিল প্রেমিক! রাজস্থানে হাড়হিম হত্যা !!
এবার রাজস্থানেও শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া। পরকীয়া সম্পর্কে জড়ানোই কাল হল। বিবাহিত প্রেমিকা বিয়ের জন্য লাগাতার চাপ দেওয়ায় চরম পদক্ষেপ নিল এক ব্যক্তি। নৃশংস হত্যা করে প্রেমিকার দেহ টুকরো টুকরো করে কাটল সে। তার সেই দেহাবশেষ ফেলে এল রাস্তায় বিভিন্ন প্রান্তে।ঘটনাটি রাজস্থানের নগাউর অঞ্চলে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে বিয়ের জন্য বারবার জোর করছিলেন প্রেমিকা। বিষয়টি জানাজানি হয় মৃতার পরিবারের তরফে একটি পুলিশ FIR দায়ের হওয়ার পর। এরপরই তদন্তে নেমে পুলিশ পাকড়াও করে অভিযুক্ত ব্যক্তিকে। পুলিশি জেরায় সে প্রেমিকাকে হত্যার কথা স্বীকার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমিকাকে নৃশংস হত্যা করে রাজস্থানের দেবরা গ্রামের বিভিন্ন রাস্তায় দেহের টুকরো ছড়িয়ে দিয়ে এসেছিল অভিযুক্ত।
২৫ দিন পর সেই দেহের টুকরোগুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। SDRF এবং NDRF দলকে এই কাজে নিযুক্ত করা হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে তল্লাশি চালানো হয় নির্যাতিতার দেহাবশেষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন