রাতে স্ত্রী মৌমিতা এবং তাঁদের যমজ দুই পুত্র সন্তান খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। স্বামী অভিক মিত্র ইস্ত্রি দিয়ে জামা ইস্ত্রি করছিলেন। সেই সময় সব শেষ।
২১ বছরের চাকরি জীবনকে বিদায় জানালেন এক পুলিশকর্মী। জামা ইস্ত্রি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তাঁর। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। মৃত পুলিশকর্মীর নাম অভিক মিত্র, বয়স আনুমানিক ৪৯ বছর।
বাড়ি নদিয়ার শান্তিপুর দুই নম্বর ওয়ার্ডের বাইগাছি ওস্তাগার পাড়া লেনে।পরিবার সূত্রে জানা যায়, অভিক মিত্র ২০০২ সালে কলকাতা পুলিশের কনস্টেবলে নিয়োগ হয়, এরপরেই শুরু হয় চাকরি জীবন।
পরিবারে তাঁর ১৪ বছরের যমজ দুই পুত্রসন্তান রয়েছে। স্ত্রী মৌমিতা মিত্র সর্বক্ষণ সংসার সামলানোর কাজেই ব্যস্ত থাকেন।
বৃহস্পতিবার রাতে স্ত্রী মৌমিতা এবং তাঁদের যমজ দুই পুত্রসন্তান খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। স্বামী অভিক মিত্র জামা ইস্ত্রি করছিলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন