আইফোনের জন্যে খুন ডেলিভারি বয়!! এক ব্যক্তি আইফোন অর্ডার করেন 🤨


#আইফোনের_জন্যে_খুন
ব্যাঙ্গালোরে এক ব্যক্তি আইফোন অর্ডার করেন। ডেলিভারি সেটি দিতে আসলে টাকা দেওয়ার নাম করে তাকে বাড়ির ভিতরে ডাকে এবং ডেলিভারি বয়কে ছুরি মেরে খুন করে। তারপর নিজের বাড়িতেই লাশ রেখে দেয়! ৪দিন পরে সেই লাশ এবং স্কুটি রেললাইনের কাছে আগুন লাগিয়ে ফেলে দেয়।

ডেলিভারি বয়দের সুরক্ষার কথা বিবেচনা করে একটা কাজ করা উচিত। যেগুলো COD সেই মূল্যবান জিনিসগুলো ডেলিভারি নেওয়ার জন্য ডেলিভারি বয় বা কোম্পানি দ্বারা ঠিক করে দেওয়া জায়গায় এসেই গ্রাহককে প্রোডাক্ট নিয়ে যেতে হবে।
অথবা যেকোনো ডেলিভারি করার সময় কোম্পানি থেকে ডেলিভারি বয়দের ক্যামেরা যুক্ত হেলমেট দেওয়া উচিত যাতে করে প্রতিটা ডেলিভারি লাইভ রেকর্ড হতে থাকে।

মন্তব্যসমূহ